পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান শ্রদ্ধার - stray animals during lockdown

রাস্তার পশুদের সাহায্যের জন্য এগিয়ে এলেন শ্রদ্ধা । একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান দিলেন তিনি । অনুদানের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয় সংস্থার তরফে ।

sdf
df

By

Published : Apr 15, 2020, 3:15 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউই । বন্ধ দোকান । ফলে এই পরিস্থিতিতে খাবার জুটছে না রাস্তার কুকুর, বেড়ালদের । তাই এবার তাদের সাহায্যের জন্য এগিয়ে এলেন শ্রদ্ধা কাপুর । তারা যাতে খেতে পায় তার জন্য এক স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান দিলেন তিনি ।

সংস্থার নাম পিপল ফর অ্যানিম্যালস ইন্ডিয়া । শ্রদ্ধার অনুদান দেওয়ার খবর সংস্থার তরফে শেয়ার করা হয় তাদের টুইটার পেজে । অনুদানের জন্য শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে তারা লেখে, "এই অনুদানের জন্য শ্রদ্ধা আপনাকে অনেক ধন্যবাদ ।"

লকডাউনের জেরে দেশের বিভিন্ন জায়গায় খাবার পাচ্ছে না রাস্তার একাধিক পশু । অনাহারেই দিন কাটছে তাদের । তবে কোথাও কোথাও তাদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন অনেকেই ।

এর আগে ইনস্টাগ্রামে বেশ কিছু পশুর ছবি পোস্ট করেছিলেন শ্রদ্ধা । যেখানে বন্দী অবস্থায় থাকতে দেখা গিয়েছে বাঘ, হাতি, ভাল্লুক সহ আরও অনেক পশুকে । এই ছবির মাধ্যমে শ্রদ্ধা বোঝাতে চান, এই পশুরা দিনের পর দিন খাঁচায় বন্দী হয়ে রয়েছে । চার দেওয়ালের বাইরে যেতে পারছে না কেউই । আর লকডাউনের মধ্যে কয়েকদিন ঘর থেকে না বের হতে পেরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ।

তবে শুধু শ্রদ্ধাই নন । এই সময় রাস্তার পশুদের খাবার দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন অনেক তারকাই । এমনকী, কোরোনা আতঙ্কের জেরে অনেকেই এই সময় বাড়ি থেকে রাস্তায় বের করে দিচ্ছেন পোষ্যদের । সেটা যাতে কেউ না করেন তার জন্যও সবাইকে আবেদন করেছেন তারকারা । আর এবার রাস্তার পশুদের সাহায্যের জন্য স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান দিলেন শ্রদ্ধা ।

ABOUT THE AUTHOR

...view details