পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তারকাদের জীবন নেশার মতো, আগে থেকেই সাবধান কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াত নিজে একজন তারকা । তবে এই শো বিজ়নেস-এর মিথ্যে হাতছানির মধ্যে পড়তে চান না অভিনেত্রী । তাই আগে থেকেই সচেতন কঙ্গনা ।

kangana ranaut on show business
kangana ranaut on show business

By

Published : Sep 16, 2020, 9:53 AM IST

মুম্বই : শো বিজ়নেসের মোহে অনেকেই নিজের শিকড়কে ভুলে যান । নিজের পরিচয় হারিয়ে একটা বুদবুদের মধ্যে বেঁচে থাকেন । লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় অনেক সময়েই মিথ্যেকে সত্যি বলে মনে হয় । তবে সেই ভ্রমে পড়তে নারাজ কঙ্গনা । তিনি নিজেকে বেশ গুছিয়ে চলেন ।

সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেছেন মিস রানাওয়াত । লিখেছেন, "শো বিজ়নেসটা একটা নেশার মতো । এই লাইট-ক্যামেরার দুনিয়ায় অনেকেই বাস্তবটা দেখতে পান না, এই দুনিয়াটা সেভাবেই তৈরি করা হয়েছে ।"

ফ্যাশন

কঙ্গনা যে খুব একটা ভুল কথা বলেছেন তা নয় । অনেক অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রেই দেখা গেছে, সাফল্য আর লাইমলাইটের নেশা থেকে মুক্তি না পেয়ে মুখ লুকিয়েছেন ডিপ্রেশনের অন্ধকারে । কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিয়েছেন ।

অভিনেত্রী লিখেছেন, "নিজের চারিদিকে একটা ভ্রমের বুদবুদ থাকে । সেই ভ্রম থেকে বেরোতে অনেকটা মনের জোর লাগে ।" যে নিজে এই ভ্রমের দুনিয়ায় থেকে এটা উপলব্ধি করতে পেরেছেন, তিনি কি নিজে কোনওদিন পথ হারাবেন ? মনে তো হয় না ।

দেখে নিন কঙ্গনার পোস্ট...

কঙ্গনার টুইট..

ABOUT THE AUTHOR

...view details