পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়োজন হলে ডিজিটালে মুক্তি পাবে 'গুলাবো সিতাবো' : সুজিত সরকার - gulabo sitabo digital release

পরিচালক সুজিত সরকারের আপকামিং ছবি 'গুলাবো সিতাবো'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন । পরিস্থিতি ঠিক থাকলে 17 এপ্রিল হলে মুক্তি পেত সিনেমাটি । কিন্তু, হল বন্ধ থাকায় আপাতত পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির কথা চিন্তা করছেন সুজিত ।

sdf
sdf

By

Published : Apr 28, 2020, 11:03 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ সিনেমা হল ও শুটিং । পিছিয়ে গিয়েছে একাধিক ছবি মুক্তির তারিখ । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিনেমা হলের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিগুলি রিলিজ় করার কথা চিন্তাভাবনা করছেন একাধিক পরিচালক । আর সেই তালিকায় রয়েছেন পরিচালক সুজিত সরকারও ।

তাঁর আপকামিং ছবি 'গুলাবো সিতাবো'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন । পরিস্থিতি ঠিক থাকলে 17 এপ্রিল হলে মুক্তি পেত সিনেমাটি । কিন্তু, হল বন্ধ থাকায় আপাতত পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির কথা চিন্তা করছেন সুজিত । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "একজন পরিচালক হিসেবে চাই আমার ছবি যেন সিনেমা হলে মুক্তি পায় । কিন্তু, এখনকার যা পরিস্থিতি তা আগে কেউ কখনও দেখেননি । তাই যদি প্রয়োজন হয় তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ছবিটি । তবে এ নিয়ে আমি সিদ্ধান্ত নেব 3 মে-র পর ।" সরকারি নিয়ম অনুসারে দ্বিতীয় লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা 3 মে ।

সুজিত সরকার

'গুলাবো সিতাবো' ছাড়াও আরও একটি ছবি রয়েছে সুজিতের ঝুলিতে । সর্দার উধম সিংয়ের বায়োপিক নিয়েও কাজ করছেন সুজিত । সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে । ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে । বাকি রয়েছে শুটিং পরবর্তী বেশ কিছু কাজ । তবে বড় পরদা ছাড়া ওই ছবি ভালো লাগবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি । বলেন, "এই ছবি মুক্তি পাওয়ার কথা 2021-এর জানুয়ারিতে । তাই এটা নিয়ে এখন চিন্তাভাবনা করছি না । এইরকম একটা ছবি বড় পরদায় দেখার মজাটাই আলাদা । যখন জালিয়ান ওয়ালাবাগে আমরা ছবির শুটিং করছিলাম তখনই আমি কেঁদে ফেলেছিলাম ।"

'ভিকি ডোনর' ছবিতে প্রথমবার আয়ুষ্মানের সঙ্গে কাজ করেছিলেন সুজিত । ডেবিউ ছবিতেই ব্যাপক সাফল্য পেয়েছিলেন আয়ুষ্মান । এ প্রসঙ্গে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন , "ওই ছবির জন্য সুজিতদা আমাকে বেছে নিয়েছিলেন । তার জন্য আমি সুজিতদাকে ধন্যবাদ জানাই ।"

ABOUT THE AUTHOR

...view details