মুম্বই : সোশাল মিডিয়া এখন নেগেটিভিটির সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়িয়েছে সেলেব্রিটিদের কাছে । কোনও সেন্সর ছাড়াই যে যার নিজের মতপ্রকাশ করছেন, ট্রোল করছেন, সমালোচনা করছেন । অনেক সেলেব্রিটিই তাই সোশাল মিডিয়ার কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন, কেউ আবার কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করেছেন । সুজিত সরকারও কিছুদিনের জন্য সোশাল মিডিয়া থেকে ব্রেক নিলেন ।
কিন্তু, তিনি এই ট্রোল বা নেগেটিভিটি এড়াতে এই কাজ করেননি । সুজিতের পরবর্তী ফিল্ম 'সর্দার উধাম' । সেই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতেই পরিচালকের এই সিদ্ধান্ত ।