মুম্বই : ভারতীয় স্থল, নৌ ও বায়ুসেনা বাহিনীতে মহিলা কমান্ডার রাখা উচিত বলে মনে করেন পরিচালক সুজিত সরকার । নিজের মত টুইটার ও ইনস্টাগ্রামে শেয়ারও করেন তিনি ।
লেখেন, "স্থল, নৌ, বায়ুসেনা বাহিনীর সব পুরুষদের সম্মান জানিয়ে বলছি...যদি আপনারা মহিলাদের সমান মনে করেন তাহলে নেতৃত্ব দিতে দিয়ে তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করুন । কোনও ব্যাটেলিয়ন বা ইউনিটকে নেতৃত্ব দেওয়ার যোগ্য তাঁরাও । আর তাঁদের সেই অধিকারও রয়েছে ।"
পরিচালকের এই পোস্টে পালটা কমেন্ট করেন এক নেটিজ়েন । বলেন, "পরিচালক যা উপদেশ দিচ্ছেন তা কি তিনি নিজে মেনে চলেন ? এমনকী, অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়ার সময় সেই কথা মাথায় রাখেন ?" এর উত্তরে সুজিত লেখেন, "হ্যাঁ অবশ্যই । 'পিকু' ছবিতে দীপিকাকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল ।"
বি টাউনের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হলেন দীপিকা । কিছুদিন আগে সেকথা নিজেই বলেছেন অমিতাভ বচ্চন । তিনি বলেছিলেন, "...'পিকু' ছবিতে দীপিকাকে আমার থেকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল । তার পিছনে দুটো কারণ রয়েছে । একটা হল দীপিকা আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ । আর দ্বিতীয়ত আমি পারিশ্রমিকের স্কেল হারিয়ে ফেলেছি । কারণ বহু বছর ধরে কাজ করছি । তাই হয়তো আমি এখন আর বেশি টাকা পাওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ নই ।"
সুজিত সরকার সব সময়ই লিঙ্গ বৈষম্য ও মহিলাদের অধিকার নিয়ে কথা বলে থাকেন । কিছুদিন আগে 'ঋতুস্রাব' নিয়ে একটি মন্তব্য করেছিলেন তিনি । বলেছিলেন, "মা সারদা ঋতুস্রাব চলাকালীন প্রতিদিন ভগবানের পুজো করতেন । রামকৃষ্ণ বলেছিলেন, ঋতুস্রাব অপবিত্র ? শরীরের কোন অংস অপবিত্র ? পবিত্রতা থাকে চিন্তাভাবনা ও নিজের মধ্যে ।"