মুম্বই : কঙ্গনা রানাওয়াত, এই একটা নাম নিয়ে এখন উত্তপ্ত মহারাষ্ট্রের রাজনৈতিক মহল । মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলার পর থেকে কঙ্গনার দিকে একটার পর একটা হুমকি ধেয়ে আসছে । কখনও শিবসেনা, কখনও MNS..কেউই চাইছেন না অভিনেত্রী মুম্বই ফিরে আসুক ।
মুম্বই এলে কঙ্গনা রানাওয়াতের মুখ ভেঙে দেবে শিবসেনার সদস্যরা, জানালেন MLA প্রতাপ সরনায়েক । মুম্বইয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কঙ্গনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়ের করার আর্জিও জানাবেন প্রতাপ, জানিয়েছেন নিজেই ।
এ তো গেল শিবসেনার কথা । MNS চিত্রপটের সেনাধ্যক্ষ আমেয়া খেপকারও কঙ্গনার বিরুদ্ধে গলা চড়িয়েছেন । তিনি জানিয়েছেন যে, অভিনেত্রীর মানসিক চিকিৎসা করানোর দরকার । সোশাল মিডিয়ার লাইমলাইটে থাকার জন্যই কঙ্গনা এমন করছেন দাবি আমেয়ার ।
কোটি কোটি টাকা উপার্জন করার পরও মুম্বইকে এই কথা বলায় বেশ ক্ষেপেছেন আমেয়া । শুধু আমেয়া নয়, মহারাষ্ট্রের সমগ্র রাজনৈতিক মহল এখন অভিনেত্রীর বিরুদ্ধে ।
আমেয়া (বাঁদিকে) এবং প্রতাপ (ডানদিকে)
এদিকে কঙ্গনা জানিয়ে দিয়েছেন যে, 9 সেপ্টেম্বর মুম্বই আসবেন তিনি । "কারও বাপের ক্ষমতা থাকলে আমায় আটকে দেখাও", টুইট অভিনেত্রীর ।