মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দু'মাস হতে চলল । কিন্তু, বিতর্ক যেন থামছেই না । প্রায় প্রতিদিনই উঠে আসছে কোনও না কোনও নতুন তথ্য । তবে কেমন ছিল বাবা ও ছেলের সম্পর্ক ? সম্প্রতি সামনে এসেছে ওই সংক্রান্ত একটি তথ্য । তা অবশ্য প্রকাশ্যে এনেছেন শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত ।
সুশান্তের মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় দাঁড় করানো হয় রিয়া চক্রবর্তীকে । তদন্তের সময় একাধিকবার সামনে আসে তাঁর নাম । এমনকী, 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেন কে কে সিং । ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া থেকে শুরু করে টাকা হাতিয়ে নেওয়া সহ একগুচ্ছ অভিযোগ তোলা হয় রিয়ার বিরুদ্ধে । এদিকে মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না কে কে সিং । আর সেই কারণেই CBI তদন্তের দাবি জানান তিনি । পরিবারের সম্মতি পেয়ে CBI তদন্তের সুপারিশ করেন নীতীশ কুমার । সেই সুপারিশে সায় দেন বিহারের রাজ্যপাল ফাগু চৌহান । তারপর বুধবার বিহার সরকারের সেই আবেদনে সম্মতি দেয় কেন্দ্রীয় সরকারও ।
এর পরই মৃত্যুকে ছাপিয়ে বিতর্ক শুরু হয় মুম্বই বনাম বিহারের । সুশান্তের ডায়েরির ছেঁড়া পাতা থেকে শুরু করে রিয়ার কল রেকর্ড সহ সামনে এসেছে একাধিক তথ্য । যা দেখে অবাক অনেকেই । শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও । আর এবার সেই বিতর্ককে আরও খানিকটা উসকে দিলেন সঞ্জয় রাউত ।