পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাজনীতিকরা পর্ন দেখেন, পর্ন স্টাররা অভিনেত্রী হন ; পুরনো টুইটে ট্রোলড রাজ কুন্দ্রা - পর্ন বনাম পতিতাবৃত্তি

পর্ন ছবি (Porn Film) বানানো ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ার পর ট্রোলিং-এর শিকার হলেন শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ তাঁর 9 বছর আগের 'পর্ন বনাম পতিতাবৃত্তি' (Porn vs Prostitution) সংক্রান্ত একটি টুইট নিয়ে সমালোচনায় সরব হয়েছেন নেট নাগরিকরা ৷

shilpa shetty's husband raj-kundras-nine-years-old-tweets-on-porn-vs-prostitution-takes-social-media-by-storm
রাজনীতিকরা পর্ন দেখেন, পর্ন স্টাররা অভিনেত্রী হন ! পুরনো টুইটে ট্রোলড রাজ কুন্দ্রা

By

Published : Jul 20, 2021, 2:39 PM IST

হায়দরাবাদ, 20 জুলাই : পর্ন ছবি (Porn Film) বানিয়ে মোবাইলের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ আর তারপরই তাঁর 9 বছর আগের একটি টুইট টেনে এনে সমালোচনায় সরব হয়েছেন নেট নাগরিকরা ৷

কোন টুইট নিয়ে শোরগোল ?

'পর্ন বনাম পতিতাবৃত্তি' (Porn vs Prostitution) নিয়ে তাঁর কী ভাবনা, 9 বছর আগে টুইটে সে কথা জানিয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ তিনি লিখেছিলেন, "ক্যামেরার সামনে সেক্স করার জন্য কারওকে পারিশ্রমিক দেওয়াটা কেন আইনত বৈধ হবে ? পর্ন ও পতিতাবৃত্তি কীভাবে একে-অপরের থেকে আলাদা হয়?" এই সংক্রান্ত রাজ কুন্দ্রার অপর টুইটটি ছিল আরও বিতর্কিত ৷ তিনি লেখেন, "ভারত: অভিনেতারা এখানে ক্রিকেট খেলেন, ক্রিকেটাররা রাজনীতি করেন, রাজনীতিকরা পর্ন দেখেন এবং পর্ন স্টাররা অভিনেত্রী হন...!"

রাজের প্রোফাইলের ডেসক্রিপশন নিয়ে সমালোচনা

রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর তাঁর এই পুরনো মন্তব্যকে টেনে এনে তাঁকে ট্রোল করেছেন নেটিজেনরা ৷ রাজের প্রোফাইলের ডেসক্রিপশনে লেখা রয়েছে, "লাইফ ইস মেকিং দ্য রাইট চয়েসেস ৷" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, সঠিক পছন্দটাকে বেছে নেওয়াই জীবন ৷ তাঁর এই ডেসক্রিপশনের স্ক্রিনশট তুলে ধরে এক টুইটার ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, "আপনার কাছে সঠিক পছন্দটা ঠিক কি রাজ কুন্দ্রা ?" অপর একজন লিখেছেন, "তোমার পছন্দটা সঠিক ছিল কি না, সে বিষয়ে মুম্বই পুলিশকে ও আমাদের সিদ্ধান্ত নিতে দাও ৷"

বিতর্কিত সেই টুইট

সোমবার রাতে 45 বছরের ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ তাঁকে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় ৷ মুম্বই পুলিশ পর্ন ফিল্ম তৈরির একটি চক্রের হদিশ পাওয়ার পরই এই মামলায় জড়িয়ে যায় শিল্পা শেট্টির হাবির নাম ৷ অভিযোগ, তিনিই অপরাধের মূল ষড়যন্ত্রকারী ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

আজ রাজ কুন্দ্রাকে মুম্বইয়ের এসপ্লানেড আদালতে তোলা হয় ৷ তাঁকে 23 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

ABOUT THE AUTHOR

...view details