মুম্বই : এই বছরেই এক কন্যাসন্তান হয়েছে শিল্পার । তার নাম সমিশা । সমিশার প্রথম নবরাত্রি এটি । তাই এই বিশেষ সময়টিতে কন্যাপুজো সারলেন অভিনেত্রী ।
টুইটারে একটি ছোটো ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা । ছোট্ট শমিশাকে পুজো করা হচ্ছে সেখানে । শুধু তাই নয়, আরও আটজন মেয়েকে আরতি করলেন শিল্পা । তাদের পায়ে জল দিয়ে খাবারও দিলেন । কন্যা সন্তানদের দেবী রূপে পুজো করা উচিত, বার্তা দিলেন অভিনেত্রী ।