মুম্বই : ফিটনেস ফ্রিক শিল্পা শেট্টি । শরীরচর্চা করেন , খুব মেপে খাওয়াদাওয়া করেন । তবে রবিবার মানেই তাঁর চিট ডে । সেদিন যা ইচ্ছে তাই খান শিল্পা । এই রবিবারের খাবার তালিকায় ছিল রাজ কচুরি ।
কী খেয়ে এই অবস্থা শিল্পার ? - শিল্পা শেট্টির খবর
রাজ নামের সবকিছুকেই খুব পছন্দ করেন শিল্পা শেট্টি । তাই হয়তো রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন তিনি । আর বরিবারের সকালে রাজ কচুরি খেয়ে প্রায় অজ্ঞানই হয়ে যাচ্ছিলেন অভিনেত্রী ।
Shilpa Shetty raj kachori
চাট খেতে খুব ভালোবাসেন শিল্পা । আর যাঁরা চাট ভালোবাসেন, তাঁরা রাজ কচুরির মর্ম বেশ ভালোই বোঝেন । টক-মিষ্টি চাটনি, ঝুড়িভাজা, বেদানা দেওয়া মুচমুচে এই খাবার খেয়ে আনন্দের চোটে প্রায় অজ্ঞানই হয়ে যাচ্ছিলেন অভিনেত্রী ।
ভিডিয়োটি শেয়ার করে একটি পুনশ্চও জুড়েছেন শিল্পা । লিখেছেন, 'রাজ নামের সবকিছুকেই খুব পছন্দ করি আমি । তাই না রাজ ?' । তাঁর স্বামীর নাম রাজ কুন্দ্রা । শিল্পার ইঙ্গিত যে কোনদিকে তা ভালোই বুঝেছেন নেটিজেনরা । দেখে নিন তাঁর মজার পোস্ট...