পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়ির পরিচারিকাকে চুম্বন ? রাজকে ধরে মারলেন শিল্পা - Shilpa Shetty beats Raj kundra

বাড়ির পরিচারিকাকে কাজের ফাঁকে চুম্বন করেন রাজ কুন্দ্রা । শুনে ক্ষেপে গেলেন শিল্পা শেট্টি ।

Shilpa Shetty beats Raj kundra
Shilpa Shetty beats Raj kundra

By

Published : May 14, 2020, 11:10 PM IST

মুম্বই : লকডাউনে বাড়িতে বন্দী শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রা । তাই মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় মজার ভিডিয়ো পোস্ট করছেন দু'জনে মিলে । কখনও শিল্পার বানানো আলুর পরোটাতে আলু খুঁজছেন রাজ তো কখনও শিল্পার হাসির চোটে পাগল পাগল অবস্থা তাঁর । সম্প্রতি এরকম আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা । সেখানও বেশ নাস্তানাবুদ হতে দেখা গেল রাজকে ।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শিল্পা তাঁর স্বামীকে বলছেন, "কাজের সময় চুমুটুমু খেয়ো না" । সেই সময়ে ঘরে কাজ করছিল বাড়ির পরিচারিকা । সেই পরিচারিকার চরিত্রেও শিল্পা নিজেই অভিনয় করছেন ।

মালকিনের কথা শুনে সে বলে ওঠে, "আপনি বলুন তো ম্যাডামজী । আমি তো বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে উঠেছি ।" একথা শুনে শিল্পার কি মার রাজকে ! দেখতে দেখতে হেসে ফেলবেন আপনি ।

শিল্পা আর রাজের এই মজার ভিডিয়ো ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায় । আপনারাও দেখে নিন এক ঝলক...

ABOUT THE AUTHOR

...view details