মুম্বই : লকডাউনে বাড়িতে বন্দী শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রা । তাই মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় মজার ভিডিয়ো পোস্ট করছেন দু'জনে মিলে । কখনও শিল্পার বানানো আলুর পরোটাতে আলু খুঁজছেন রাজ তো কখনও শিল্পার হাসির চোটে পাগল পাগল অবস্থা তাঁর । সম্প্রতি এরকম আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা । সেখানও বেশ নাস্তানাবুদ হতে দেখা গেল রাজকে ।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শিল্পা তাঁর স্বামীকে বলছেন, "কাজের সময় চুমুটুমু খেয়ো না" । সেই সময়ে ঘরে কাজ করছিল বাড়ির পরিচারিকা । সেই পরিচারিকার চরিত্রেও শিল্পা নিজেই অভিনয় করছেন ।