লখনউ, 9 অগস্ট :পর্ন-কাণ্ডে হাজতবাস হয়েছে স্বামীর ৷ এবার আইনি জটে জড়ালেন অভিনেত্রী শিল্পা শেট্টিও (Shilpa Shetty) ৷ তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁর মা সুনন্দারও (Sunanda Shetty) ৷ এই নিয়ে ইতিমধ্যেই উত্তর প্রদেশ (Uttar Pradesh) পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷ যোগী-রাজ্যের পুলিশ খুব শীঘ্রই মুম্বই গিয়ে ওই দু’জনকে জেরা করতে পারে বলে খবর ৷
জানা গিয়েছে যে লখনউয়ের হজরতগঞ্জ ও বিভূতি খন্দ থানায় শিল্পা ও তাঁর মায়ের নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ৷ একটি ওয়েলনেস সেন্টারের নামে তাঁরা প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷ পুলিশ জানিয়েছে, অভিনেত্রী শিল্পা শেট্টি আইওসিস ওয়েলনেস সেন্টার (Iosis Welness Centre) নামে একটি ফিটনেস-চেইন এর ব্যবসা করেন ৷ সংস্থার চেয়ারম্যান শিল্পা নিজে ৷ আর তাঁর মা সংস্থার ডিরেক্টর ৷
আরও পড়ুন :Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন
ওই সংস্থার ওয়েলনেস সেন্টার খুলে দেওয়ার নামে দু’জনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেন ৷ কিন্তু তার পর তাঁরা আর কোনও ওয়েলনেস সেন্টার খোলেননি ৷ তাই লখনউয়ের ওম্যাক্স হাইটসের বাসিন্দা জ্যোৎস্না চৌহান বিভূত খন্দ থানায় এবং রোহিত বীর সিং নামে আরেক জন হজরতগঞ্জ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ৷