পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ শিল্পার - শিল্পা শেট্টি

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি মজার ভিডিয়ো পোস্ট করে সবাইকে স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দেন শিল্পা শেট্টি । ক্যাপশনে লেখেন, "প্রথমে স্যানিটাইজ়, তারপর যা ইচ্ছে তাই করুন ।"

df
df

By

Published : May 13, 2020, 9:06 AM IST

মুম্বই : বাজার থেকে কিনে আনা সবজিতে হাত দেওয়ার পর অবশ্যই হাতে স্যানিটাইজ়ার মাখুন । তারপর হাত ধুয়ে রান্না করুন । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি মজার ভিডিয়ো পোস্ট করে সবাইকে এই পরামর্শ দেন শিল্পা শেট্টি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই সময় প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বের হওয়ার পাশাপাশি একাধিকবার স্যানিটাইজ়ার দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । আর সোশাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিয়ো পোস্টের মাধ্যমে ফ্যানদের সেই বার্তাই দিচ্ছেন তারকারা । সম্প্রতি তেমনই একটি উদ্যোগ নিয়েছিলেন শিল্পা ।

.

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন শিল্পা । যেখানে তাঁর বাড়ির টেবিলের উপর একটি বালতির মধ্যে রাখা একাধিক সবজি । রান্নার জন্য সেগুলি নিতে যাচ্ছিলেন এক ব্যক্তি । ঠিক তখনই হাতে স্যানিটাইজ়ারের বোতল নিয়ে সেখানে হাজির হন শিল্পা । বলেন, "বাজার থেকে কিনে আনা সবজিতে হাত দেওয়ার পর অবশ্যই হাতে স্যানিটাইজ়ার মাখুন । তারপর যা ইচ্ছে রান্না করুন ।"

মজা ছলেই ভিডিয়োটি তৈরি করেন শিল্পা । ক্যাপশনে লেখেন, "প্রথমে স্যানিটাইজ়, তারপর যা ইচ্ছে তাই করুন ।" তবে ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই শিল্পাকে সবিজ স্যানিটাইজ় করার পরামর্শ দেন ইউজ়াররা । কেউ লেখেন, "ফ্রিজে সবজি ঢোকানোর আগে সেগুলিকে বেকিং সোডা ও জল অথবা ভিনিগার দিয়ে স্যানিটাইজ় করে নিতে পারেন ।" আবার কেউ লেখেন, "সবজিকেও ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা খুবই প্রয়োজনীয় ।"

এদিকে সবজির বালতিতে প্লাস্টিক দেখতে পাওয়ায় তা নিয়েও শিল্পাকে সতর্ক করেন কিছু ইউজ়ার । লেখেন, "ম্যাম মুম্বইতে প্লাস্টিকের ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ । তাই এ বিষয়ে সতর্ক থাকুন ।"

ABOUT THE AUTHOR

...view details