মুম্বই : মুক্তি পেল বিধু বিনোদ চোপড়ার আপকামিং ছবি 'শিকারা'-র ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন সাদিয়া ও আদিল খান । কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছাড়ার গল্প ছবিতে তুলে ধরা হবে একটি প্রেম কাহিনির মাধ্যমে ।
1990 সালে উপত্যকা ছাড়তে হয়েছিল বহু কাশ্মীরি পণ্ডিতকে । নিজের পৈত্রিক ভিটে ছেড়ে প্রাণ ভয়ে ভারতে চলে এসেছিলেন তাঁরা । সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাঁর ঘর-বাড়ি । রাতারাতি নিঃস্ব হয়ে যান তাঁরা । 30 বছর পর তাঁদের এই কাহিনি তুলে ধরা হবে সিলভার স্ক্রিনে । তবে ছবিটি মূলত এক প্রেমের গল্প । এক দম্পতির সম্পর্কের মাধ্যমেই কাশ্মীরি পণ্ডিতদের ভিটে হারা হওয়ার গল্প তুলে ধরা হবে । উপত্যকা ছাড়ার পর তাঁদের জীবনে যে সমস্যাগুলি দেখা যায় গিয়েছিল তাই ফুটে উঠবে ছবিতে ।
ট্রেলার মুক্তির আগে আজ সকালেই মুক্তি পায় ছবির একটি নতুন পোস্টার । হাজার হাজার শরণার্থীকে দেখা গেছে সেখানে । আর তাঁদের সামনে দাঁড়িয়ে রয়েছেন সাদিয়া ও আদিল খান । ছবিতে এক কাশ্মীরি পণ্ডিতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদিলকে । মূলত তাঁদের প্রেম কাহিনির মাধ্যমে তুলে ধরা হবে হাজারো কাশ্মীরি পণ্ডিতের ঘর হারানোর কষ্টের কথা ।
পরিচালনার পাশাপাশি ফক্স স্টার স্টুডিয়োর সঙ্গে ছবির প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া । সব ঠিক থাকলে 7 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।
এর আগে 'আর্টিকেল 370' ছবির পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া । তার ছ'মাস পর মুক্তি পাচ্ছে 'শিকারা'। এছাড়াও 'মিশন কাশ্মীর', 'পরিন্দা' ও '1942 : লাভ স্টোরি'-র মতো একাধিক ছবি পরিচালনা করেন বিধু বিনোদ চোপড়া ।