'শেরশাহ' ছবির শুটিং শুরু করছেন শতাফ - bollywood
শুধু টলিউড নয়, বলিউডেও নিজের জায়গা মজবুত করছেন অভিনেতা শতাফ ফিগার।
সম্প্রতি স্কাইফায়ার ছবির সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে, মুম্বইকে গুডবাই বলে নতুন সফরের দিকে রওনা দিয়েছেন অভিনেতা শতাফ ফিগার। শুরু হতে চলেছে তাঁর দ্বিতীয় বড় বলিউড ছবি 'শেরশাহ'-র শুটিং।
ধর্মা প্রোডাকশনের এই ছবিতে শতাফকে দেখা যাবে মেজর জো-এর চরিত্রে। সেই ছবির শুটিং করতেই তৈরি হচ্ছেন অভিনেতা। কিন্তু তার আগে, নিজের জন্য সময় বের করে নিয়েছেন তিনি। ৪দিনের ট্যুরে বেরিয়ে পড়েছেন শতাফ।
উত্তর ভারতের ধর্মশালা এবং ম্যাকলয়েজগঞ্জে এই ক'দিন নিজের মতো ঘুরে বেড়াবেন শতাফ। তারপর জোরকদমে শুরু করবেন 'শেরশাহ'-র শুটিং। এছাড়াও একটি তেলুগু ছবিতে শুটিং করবেন তিনি। এটাই শতাফের প্রথম দক্ষিণ ভারতীয় ছবি হতে চলেছে।