ভোপাল : কোরোনা পরিস্থিতির মধ্যে অন্য তারকাদের মতো এবার আপকামিং ছবি 'শেরনি'-র শুটিং শুরু করলেন বিদ্যা বালন । মধ্যপ্রদেশে চলছে এই ছবির শুটিং ।
চলতি বছরের মার্চেই শুরু হয়েছিল 'শেরনি'-র শুটিং । কিন্তু, তারপর দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই শুটিং বন্ধ করে দেওয়া হয় । এরপর কাজ বন্ধ করে বাড়িতেই বসেছিলেন বিদ্যা । তবে আনলক এর প্রক্রিয়া শুরু হওয়ার পর কেন্দ্রীয় সরকারের তরফে শুটিংয়ের অনুমতি দেওয়া হয় । সেই মতো একাধিক ছবির শুটিং শুরু করা হয়েছে । দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও চলছে শুটিংয়ের কাজ । আর এবার শুটিং শুরু করলেন বিদ্যা ।