পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অ্যাডাল্ট ছবির অফার দিয়েছিলেন রামগোপাল, বিস্ফোরক শার্লিন - বলিউড

কয়েক বছর আগে রামগোপাল বর্মা নাকি শার্লিন চোপড়াকে অ্যাডাল্ট ছবিতে অভিনয় করার অফার দিয়েছিলেন। সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

রামগোপাল বর্মার বিরুদ্ধে শার্লিন চোপড়া

By

Published : Aug 20, 2019, 9:45 PM IST

মুম্বই : ২০১৬ সালে রামগোপাল বর্মাকে নিজের পোর্টফোলিও পাঠিয়েছিলেন শার্লিন, পরিচালকের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিছুদিন পরে রামগোপাল একটি স্ক্রিপ্ট দেন শার্লিনকে, যেখানে শুধুমাত্র বিছানার দৃশ্য ছিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন শার্লিন।

"এই ধরনের ছবি কর, তাহলেই তুমি সফল হবে", রামগোপাল বর্মা নাকি এমনটাই বলেছিলেন শার্লিনকে। শুধু তাই নয়, তিনি নাকি সানি লিওনের উদাহরণও টেনেছিলেন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে। সানি লিওন যেভাবে অ্যাডাল্ট ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন, শার্লিনেরও সেই পথ অবলম্বন করা উচিত, উপদেশ দিয়েছিলেন রামগোপাল।

শার্লিন বলেন যে, তিনি পাবলিসিটি পাওয়ার জন্য বা MeToo মুভমেন্টকে উৎসাহিত করার জন্য এই কাজ করছেন না। তবে কোনও মহিলা যদি কোনও পরিস্থিতিতে অস্বস্তি বোধ করেন, তাহলে তাঁর সেটা বলে দেওয়া দরকার, মনে করেন শার্লিন।

মডেলিংয়ের সঙ্গে সঙ্গে সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন শার্লিন।

ABOUT THE AUTHOR

...view details