মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন শেখর সুমন । এই মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি । তার জন্য নেটিজ়েনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে । অনেকেই বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্যই সুশান্তের মৃত্যু নিয়ে তিনি সরব হয়েছিলেন । যদিও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর বিন্দুমাত্রও মাথাব্যথা ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছেন । আর তাই যাঁরা বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য তিনি এসব করেছেন তাঁদের এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি ।
সম্প্রতি একটি টুইট করেন শেখর । সেখানে তিনি লেখেন, "সুশান্তের মৃত্যুর পর যখন আমি পটনায় তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছিলাম, তখন অনেকেই অভিযোগ তুলেছিলেন যে আমি নাকি রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্যই এই সব করছি । তবে বিহারের নির্বাচন এল ও মিটে গেল, কিন্তু তা নিয়ে আমার কোনও মাথাব্যথাই ছিল না । আর যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এবার তাঁরা প্রকাশ্যে আসুন ও আমার কাছে ক্ষমা চান ।"