পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবিতে নীতিশের দ্বারস্থ হবেন শেখর সুমন

টুইটে শেখর সুমন লেখেন, "আমি সুশান্তের প্রতি শ্রদ্ধা জানাতে নিজের শহর পটনায় যাচ্ছি । ওখানে সুশান্তের বাবার সঙ্গে দেখা করব । পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সুশান্তের ভক্তদের সঙ্গেও দেখা করব ।"

asd
asd

By

Published : Jun 29, 2020, 5:02 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর পটনার বাড়িতে যাচ্ছেন অভিনেতা শেখর সুমন । এছাড়া মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করে CBI তদন্তের দাবিও জানাবেন তিনি । গতকাল টুইট করে একথা জানান শেখর নিজেই ।

টুইটে তিনি লেখেন, "আমি সুশান্তের প্রতি শ্রদ্ধা জানাতে নিজের শহর পটনায় যাচ্ছি । ওখানে সুশান্তের বাবার সঙ্গে দেখা করব । পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সুশান্তের ভক্তদের সঙ্গেও দেখা করব ।"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন অভিনেতা । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ । এদিকে ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ অনেকেই । এই ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা । সেই তালিকায় রয়েছেন শেখর সুমনও ।

কয়েকদিন আগে টুইট করে এ প্রসঙ্গে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি । লেখেন, "আমাদের সবাইকে আরও বেশি যুদ্ধরত মনোভাব নিতে হবে । এবার আত্মহত্যার তত্ত্ব শুনে আমরা পিছু হটতে রাজি নই । এবার আমরা কোনওভাবেই শুনতে রাজি নই । যা খুশি বলে আশ্বস্ত করা যাবে না ।"

আরও একটি টুইটে তিনি লেখেন, "তাহলে এটাকে একটা সহজ ও সরল আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করা হল । কিন্তু, এর মধ্যে মধ্যে পড়বেন না । আঁচ করেছিলাম যে এইরকম কিছু একটা ঘটবে । বিষয়টা আগে থেকেই ঠিক করা ছিল । সেই কারণেই ফোরামটা খুব গুরুত্বপূর্ণ । দয়া করে আপনারও ফের তদন্তের দাবি জানান ।"

এদিকে সুশান্তের মৃত্যুর দু'সপ্তাহ কেটে যাওয়ার পর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি । অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই পরিচালক মুকেশ ছাবড়া, রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী সহ 23 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । অভিনেতার ফোন, ল্যাপটপ, ডায়েরি ও টুইটার অ্যাকাউন্টও খতিয়ে দেখছে পুলিশ । রহস্য খুঁজে বের করতে মরিয়া পুলিশ । এই ঘটনায় সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখে ।

ABOUT THE AUTHOR

...view details