মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় সাড়ে পাঁচ মাস । ইতিমধ্যেই AIIMS খুনের তত্ত্ব খারিজ করে দিলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে খুশি নন প্রয়াত অভিনেতার পরিবারের সদস্যরা । এছাড়া তদন্তের গতি প্রকৃতি দেখে ইতিমধ্যেই হাল ছেড়ে দিয়েছেন একাধিক অনুরাগী । আর এই পরিস্থিতিতে তদন্তকারী সংস্থাগুলিতে অসহায় বলে উল্লেখ করলেন শেখর সুমন ।
সম্প্রতি টুইট করে শেখর সুমন লেখেন, "আমার মনে হয় সুশান্তের মৃত্যু মামলার তদন্তের সঙ্গে যুক্ত তিনটি তদন্তকারী সংস্থা CBI, NCB ও ED যথেষ্ট ভালোভাবে জিজ্ঞাসাবাদ, তদন্ত ও গ্রেপ্তার করেছে । কিন্তু, আমার মনে হয় উপযুক্ত প্রমাণের অভাবে তারা অসহায় হয়ে পড়েছে । তাই আমাদের অপেক্ষা করতে হবে আর দেখতে হবে তাদের ভাগ্যোদয় হয় কি না ।"
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ । এরপরই এই ঘটনার তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে না পেরে বিহারে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন সুশান্তের বাবা । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছিল CBI-এর হাতে ।
এদিকে মৃত্যু মামলায় আর্থিক তছরুপের বিষয়টি খতিয়ে দেখার জন্য স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এরই মাঝে সুশান্তের মৃত্যুতে মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । সেই সময় মাদক সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তদন্তের সময় রিয়া সহ গ্রেপ্তার করা হয় অনেকেই । সেখানে নাম জড়িয়ে পড়ে বলিউডের একাধিক তারকার । তাঁদেরও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ।
এরই মাঝে সুশান্তের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দেয় AIIMS । তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আত্মহত্যাই করেছেন সুশান্ত । যদিও এই তত্ত্ব মানতে চায়নি পরিবারের সদস্যরা । বরং AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করেছিলেন তাঁরা । এরপরই শোনা যায় যে শীঘ্রই ক্লোজ়ার রিপোর্ট জমা দিতে চলেছে CBI । যদিও সেই দাবি খারিজ করে তদন্ত জারি রয়েছে বলে সাফ জানিয়ে দেওয়া হয় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ।