মুম্বই : দেশের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে । সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে দেশজুড়ে লকডাউন জারি হয়েছে । আর সেই লকডাউনের মধ্যেই স্বামী বিপুল শাহ সঙ্গে বাজার করতে বেরিয়ে ছিলেন অভিনেত্রী শেফালি । লকডাউনের মধ্যে বাইরে বের হওয়ার অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না শেফালি ও তাঁর পরিবারের সদস্যরা । যদিও খাদ্য সামগ্রী কেনার জন্য মাঝে মধ্যেই বের হন শেফালি । সম্প্রতি সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "মুম্বইতে কোরোনা আক্রান্তের সংখ্যা অনেক । সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে এখানে । শুধুমাত্র সোমবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার জন্য বাইরে যেতে পারেন সবাই । আর সেটাই আমরা করেছিলাম । বিপুল আমাকে গাড়িতে করে নিয়ে যায় দোকানে । মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজ়ার সহ প্রয়োজনীয় সব নির্দেশ মেনেই বেরিয়েছিলাম আমরা ।"
এদিকে বাইরে বেরিয়ে প্রতিটি দোকানের সামনেই লম্বা লাইন দেখতে পান তাঁরা । তারপর একটি ছোটো দোকানের সামনে সামান্য লাইন দেখে সেখানেই গাড়ি থামিয়ে নামেন শেফালি । নিয়ম মেনে সাত ফুট জায়গা ছেড়ে লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি । আর সেখানে খুব খারাপ একটি অভিজ্ঞতা হয় তাঁর । লেখেন, "আমার পিছনে যে ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন তিনি জাগয়া ছেড়ে দাঁড়ানোর কথা প্রয়োজন মনে করছিলেন না । এরপর আমি তাঁকে হাতজোড় করে জায়গা ছেড়ে দাঁড়াতে অনুরোধ করি । কিন্তু, তিনি আমার সঙ্গে তর্ক শুরু করে দেন । এরপর তাঁকে ভয় দেখিয়ে বলি যে 'আমার শরীর থেকেও কিন্তু, আপনার শরীরে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে ।' তাতেই অবশ্য কাজ হয়ে যায় । সঙ্গে সঙ্গে সরে যান ওই ব্যক্তি ।"
তারপর দোকান থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি ফেরেন তাঁরা । ফেরার সময় বাবা-মায়ের বাড়িতেও কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে আসেন । যদিও সেই বাড়িতে ঢোকেননি বলে জানিয়েছেন তিনি । বাড়ির বাইরে ব্যাগ রেখে দিয়ে চলে আসেন যান ।
কিছুদিন আগে ছড়িয়ে পড়ে যে কোরোনায় আক্রান্ত হয়েছেন শেফালি ও তাঁর পরিবারের সদস্যরা । যদিও পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী জানান যে, তাঁরা একেবারে সুস্থ রয়েছেন । তাঁর ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্য়াক করে ওই খবর ছড়িয়ে দেয় কেউ ।