মুম্বই : চ্যারিটি করে সেটা ঘোষণা করা খুব নিচু মনের পরিচয়, বলেছিলেন শত্রুঘ্ন সিনহা । কেউ যদি 25 কোটি টাকা দেয়, সেটা জানানোর কী দরকার ? প্রশ্ন তুলেছিলেন তিনি । কিন্তু, সেটা অক্ষয়কে উদ্দেশ্য করে নয়, জানালেন অভিনেতা । যদিও একমাত্র অক্ষয় কুমারই কোরোনা মোকাবিলায় 25 কোটি টাকা দিয়েছেন ।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শত্রুঘ্ন বলেন, "আমি যখন স্টেটমেন্টটা করি, তখন অক্ষয় কুমারকে ভেবে করিনি । সবাই ধরে নিয়েছিল যে, ওটা অক্ষয় কুমার, কারণ ও 25 কোটি টাকা দান করেছিল । কিন্তু আমি কখনই অক্ষয়কে টার্গেট করতে চাইনি ।"