মুম্বই : যেহেতু লকডাউন 5.0 কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে, বলিউড প্রযোজকরা কড়া গাইডলাইনের মধ্য়ে দিয়ে শুটিং শুরু করার কথা ভাবনাচিন্তা করছেন । তবে সিদ্ধান্ত যা-ই হোক না কেন, মেয়ে শ্রদ্ধা কাপুরকে এখনই শুটিং ফ্লোরে ফিরতে দেবেন না শক্তি কাপুর ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা জানালেন, "আমি বেরোব না, কাজ করব না । আর শ্রদ্ধাকেও শুটিংয়ে ফিরতে দেব না । আমার মনে হয় না যে, ভয়টা কেটে গেছে ।"
আরও খারাপ অবস্থা আসতে চলেছে, আশঙ্কা শক্তির । তিনি বললেন, "আমার মনে হয় আরও খারাপ অবস্থা অপেক্ষা করে আছে । ছেলেমেয়ে কাউকেই বেরোতে দেব না এখন । কাজ জরুরি জানি, তবে সেটা প্রাণের বিনিময়ে নয় ।"
শক্তি আরও বললেন, "এখন শুটিং চালু হলে একটা ঝামেলা হবে । ইন্ডাস্ট্রিতে আমার পরিচিতদের বলছি যে, হাসপাতালের বিল পেমেন্ট করার চেয়ে একটু অপেক্ষা করা ভালো । এখনও আমাদের দেশের অবস্থা খুব খারাপ ।"
অল্প অল্প করে স্বাভাবিক অবস্থায় ফিরছে ফিল্ম ইন্ডাস্ট্রি । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অনুমতি দিয়েছেন যে, যদি প্রযোজকরা শুটিং শুরু করতে চান, তাঁরা শুরু করতে পারেন । তবে পুরো ব্যাপারটা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে শক্তি কাপুরের মনে । কী বলবেন শ্রদ্ধা ?