পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্লাস্টিকের ড্রাম নিয়ে মদ কিনতে চললেন শক্তি কাপুর ! - Shakti with plastic drum

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি মজার ভিডিয়ো পোস্ট করেন শক্তি কাপুর । সেখানে মাথায় ড্রাম নিয়ে আবাসনের বাইরে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে । জিজ্ঞাসা করা হলে জানান, "মদ কিনতে যাচ্ছি"।

োে্
োে্

By

Published : Jun 10, 2020, 7:22 PM IST

মুম্বই : পরনে কালো টি শার্ট ও বারমুডা । পায়ে পিঙ্ক জুতো ও কালো মোজা । আর মাথায় লাল রঙের একটি বড় ড্রাম নিয়ে আবাসনের বাইরে বেরিয়ে যেতে দেখা যায় শক্তি কাপুরকে । কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করা হলে জানান, "মদ কিনতে যাচ্ছি"। সম্প্রতি এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাাকউন্টে পোস্ট করেন এই অভিনেতা ।

কোরোনা পরিস্থিতির মধ্যে দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন । তবে এখন বেশ কিছু এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে । সেখান খুলেছে দোকান-পাট । আনলকের প্রক্রিয়া শুরু হতেই বাইরে বেরিয়ে পড়েছেন অনেকেই । বাদ যাননি তারকারা । এতদিন বাড়িতে বন্দী হয়ে থাকার ফলে তাঁদের দম বন্ধ হয়ে যাচ্ছিল । জায়গা ভিত্তিতে লকডাউন শিথিল হতেই বাড়ির বাইরে বের হন তাঁরা । রাস্তায় কখনও সাইকেল চালাতে, আবার কখনও জগিং করতে দেখা গিয়েছে তাঁদের । আর এবার প্লাস্টিকের ড্রাম নিয়ে মদ কিনতে যাচ্ছেন বলে জানালেন শক্তি কাপুর ।

এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় । বেশিরভাগ ছবিতেই কৌতুকের চরিত্রে দেখা গিয়েছে শক্তি কাপুরকে । এই ভিডিয়োর মাধ্যমে কঠিন পরিস্থিতিতে মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেন তিনি ।

এদিকে ভিডিয়োতে শক্তি কাপুরকে ড্রাম নিয়ে মদ কিনতে যেতে দেখে আবাসনের এক ব্যক্তিও মজা করে তাঁকে বলেন, "পুরো আবাসনের জন্যই কিনে আনুন"। আর সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়ো । তবে অভিনেতার মদের প্রতি আসক্তির কথা জানেন সবাই । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই আসক্তির কথা জানিয়েছিলেন অভিনেতা নিজেই ।

ABOUT THE AUTHOR

...view details