পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সেরিব্রাল পলসিতে আক্রান্ত ভক্তের গান শুনে আপ্লুত শাহরুখ - twitter

265 দিন ধরে প্রতিদিন শাহরুখকে ট্যাগ করে টুইট করেছেন এক ব্যক্তি । তাঁর আবেদন সেরিব্রাল পলসিতে আক্রান্ত তাঁর ভাইয়ের সঙ্গে একবার দেখা করুন শাহরুখ খান । আজ তাঁর করা এমনই একটি টুইটকে রিটুইট করলেন কিং খান ।

শাহরুখ

By

Published : Sep 12, 2019, 1:02 PM IST

Updated : Sep 12, 2019, 3:21 PM IST

মুম্বই : শাহরুখ খান যে শুধু বলিউডের বাদশা নন, মানুষের মনেরও বাদশা তা আবার প্রমাণ করলেন তিনি । সেরিব্রাল পলসিতে আক্রান্ত ভক্তের গান শেয়ার করে তাঁর প্রতি ভালোবাসা জানালেন শাহরুখ ।

আজ সকালে একজন ভক্তের ভিডিয়ো শেয়ার করেন শাহরুখ । ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্য়ক্তি বিছানায় শুয়ে শাহরুখের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র জনপ্রিয় গান 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম'-র সঙ্গে গলা মেলাচ্ছেন ।

ভিডিয়োটি রিটুইট করে কিং খান লেখেন, "বাহ ! কি ভালো গান করছে সে । আমার তরফে আলিঙ্গন । ভালোবাসা ।"

ভিডিয়োতে দেখতে পাওয়া ব্য়ক্তির নাম রাজু । তিনি সেরিব্রাল পলসিতে আক্রান্ত । তাঁর ভাই অমৃতের টুইট থেকে জানা যায় তিনি শাহরুখের খুব বড় ভক্ত এবং তাঁর স্বপ্ন বলিউড বাদশার সঙ্গে দেখা করা । সেই স্বপ্নকে পূরণ করতেই 2018 সালের 20 জুলাই থেকে প্রতিদিন শাহরুখকে ট্যাগ করে টুইট করতে থাকে অমৃত ।

নিজের জীবনে ব্যস্ত থাকার কারণে এখনও এই ভক্তের সঙ্গে দেখা করে উঠতে পারেননি শাহরুখ । তবে হাল ছাড়ার পাত্র নয় অমৃত ও রাজুও । তাঁদের আশা একদিন শাহরুখ ঠিকই দেখা করবেন । তাই 265 দিন ধরে প্রতিদিন শাহরুখকে ট্যাগ করে একটি করে টুইট করেন অমৃত ।

Last Updated : Sep 12, 2019, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details