সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের সাক্ষাৎকারে শাহরুখকে প্রশ্ন করা হয়, তাঁকে, সলমানকে ও আমির খানকে একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে কিনা ? এই প্রশ্নের উত্তর বেশ মজার ছলেই দেন শাহরুখ। তিনি জানান, যদি ওই নির্দিষ্ট সংবাদমাধ্যম কোনও ছবি তৈরি করে, তাহলে হয়তো তিনজনকে একসঙ্গে দেখা যেতে পারে। নাহলে তিনি এইরকম কোনও সম্ভাবনা দেখছেন না।
ছবি ফ্লপ করলে এই পেশাকেই বেছে নেবেন শাহরুখ খান - zero
শাহরুখ খানের শেষ ছবি 'জ়িরো' সেভাবে সাফল্য পায়নি বক্স-অফিসে। তার আগেও ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'যব হ্য়ারি মেট সেজ়ল'ও বক্স-অফিসে মুখ থুবড়ে পরেছিল। পরপর ছবি ফ্লপ হওয়ায় বেশ চিন্তায় পরেছেন কিং খান। তাই তো বিকল্প ব্য়বস্থা হিসাবে বেছে নিয়েছেন এই রাস্তা। ভবিষ্য়তে ছবি ফ্লপ করলে এই পেশাকেই বেছে নেবেন বলিউডের বাদশা।
ভবিষ্য়তে তাঁর ছবি ফ্লপ করলে ছোটো পরদায় ফিরবেন শাহরুখ। আপাতত, এইরকমই পরিকল্পনা বাদশা খানের। তিনি বলেন, "আমার ছবি না চললে আমি টেলিভিশনে কাজ করতে চাই। আমি অত্য়ন্ত সন্মানের সঙ্গেই এটা বলছি। আমি তো এই টেলিভিশন থেকেই কাজ শুরু করেছিলাম।"
ক্য়ারিয়ারের শুরুর দিকে 'ফৌজি' ও 'সার্কাস' ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। প্রতি পর্বে ১৫০০ টাকা করে পেতেন। তাই জমিয়ে ১৫০০০ টাকা পকেটে নিয়ে ও চোখে স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পাড়ি দেন স্বপ্নপূরণের উদ্দেশ্যে। আর সেখান থেকেই আজকে বলিউডের বাদশা হয়ে উঠেছেন তিনি।