মুম্বই : 'জার্সি' নিয়ে এমনিতেই একটু চিন্তিত শাহিদ কাপুর । কারণ 'কবীর সিং'-এর বিরাট সাফল্যের পর এই ছবিতে দর্শকের গ্রহণযোগ্য়তা নিয়ে বেশ অনেকটা চাপের মধ্যে রয়েছেন অভিনেতা । তার উপরে আবার বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে স্ক্রিনশেয়ার....খুবই দুশ্চিন্তায় শাহিদ ।
সম্প্রতি টুইটারে ফ্যানেদের সঙ্গে একটি কথোপকথন করেন শাহিদ । সেখানেই তিনি জানান যে, "এখনও বাবার সঙ্গে ফ্রেম শেয়ার করতে গেলে নার্ভাস হয়ে যাই আমি.."
এর আগে 'মৌসম' (2011) ও 'শানদার' (2015) এই দুটি ছবিতে পঙ্কজ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন শাহিদ । দুটি ছবির একটিও দর্শক ও সমালোচকদের মুগ্ধ করতে পারেনি ।
এই কথোপকথনে শাহিদকে এক অনুরাগী আবার মজা করে প্রশ্ন করেন, এই লকডাউনে বাসন মাজা, খাবার তৈরি করা না কাপড় কাচা, কোনটা শাহিদের ডিপার্টমেন্ট ? উত্তরে তিনি বলেন, "আমার ডিপার্টমেন্ট তো বাসন মাজা" ।
আপাতত স্ত্রী মীরা আর দুই সন্তানকে নিয়ে মুম্বইতে কোয়ারেন্টাইনে রয়েছেন শাহিদ ।