মুম্বই : সাদা কালো ছবিটি শাহিদ কাপুরের। আর পাশের ছবিটা না চেনার কোনও অবকাশ নেই। কারণ, জন্মের পর থেকেই সোশাল মিডিয়ায় জনপ্রিয় শাহিদের ছেলে জৈন কাপুর। দু'জনকে দেখলে আলাদা করার উপায় নেই।
ছেলের সঙ্গে কোনও পার্থক্য খুঁজে পাচ্ছেন এই বলিউড স্টারের? - ছেলের সঙ্গে শাহিদ কাপুর
এক ঝলকে দেখলে যেন মনে হবে একই বাচ্চার দুটি ছবি। শুধু একটা রঙিন আর অন্যটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে আলাদা দু'টো ছবি।
শাহিদ কাপুরের ছেলে
শাহিদ ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করে ক্য়াপশনে লিখেছেন, "স্পট দ্য ডিফারেন্স (পার্থক্য খুঁজে বের করুন), #লাইক ফাদার লাইক সন" ছবিটি শেয়ার হওয়ার পরমুহূর্তেই ভাইরাল হয়।
দেখে নিন সেই পোস্ট...