পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'জার্সি'-র সেট মিস করছেন শাহিদ - শাহিদ কাপুর

আজ সকালে 'জার্সি'-র শুটিংয়ের সময়কার একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন শাহিদ । ক্যাপশনে লেখেন, "জার্সি সেট মিস করছি ।"

SDF
SDF

By

Published : May 11, 2020, 3:18 PM IST

মুম্বই : 13 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আপকামিং ছবি 'জার্সি'-র শুটিং । কিন্তু, কয়েক মাস শুটিং হওয়ার পর লকডাউনের জেরে তা বন্ধ করে দেওয়া হয় । তাই এখন আপাতত গৃহবন্দী শাহিদ কাপুর । কিন্তু, সারাক্ষণ বাড়িতে থাকতে আর ভালো লাগছে না তাঁর । শুটিং সেটকে খুবই মিস করছেন বলে জানিয়েছেন তিনি ।

তেলুগু ফিল্ম 'জার্সি'-র হিন্দি রিমেক এই ছবি । পরিচালনায় গৌতম তিন্নানুরি, যিনি দক্ষিণী ফিল্মটিও পরিচালনা করেছিলেন ।

ছবিটি অর্জুন নামে এক ক্রিকেটারকে নিয়ে, যিনি তার ক্রিকেটের ক্যারিয়ারে ব্যর্থ । তবে তিরিশের পর সে ভারতের জন্য খেলতে বদ্ধপরিকর হয়, শুধুমাত্র তার ছেলের ইচ্ছাপূরণের জন্য । ছবির স্ক্রিপ্ট পড়ে কেঁদে ফেলেছিলেন শাহিদ ।

এই ছবিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । আর তাঁর মেন্টরের ভূমিকায় দেখা যাবে পঙ্কজ কাপুরকে ।

ডিসেম্বরে শুরু হয়েছিল ছবির শুটিং । এদিকে মার্চের শুরুর দিকে লকডাউন জারি করা হয় । তখনই বন্ধ করে দেওয়া হয় বলিউডের একাধিক ছবির শুটিং । বন্ধ হয়ে যায় 'জার্সি'-র শুটিংও । তারপর থেকেই বাড়িতে রয়েছেন শাহিদ । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি ।

মাঝে মধ্যে রান্নাও করতে দেখা যাচ্ছে তাঁকে । কিন্তু, এতদিন বাড়িতে থাকতে একঘেয়ে লাগছে তাঁর । আজ সকালে 'জার্সি'-র শুটিংয়ের সময়কার একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন শাহিদ । ক্যাপশনে লেখেন, "জার্সি সেট মিস করছি ।"

সব ঠিক থাকলে 28 অগাস্ট মুক্তি পাবে 'জার্সি' ।

ABOUT THE AUTHOR

...view details