পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'জার্সি'-র শুটিংয়ের জন্য দেরাদুনে শাহিদ-ম্রুণাল - Shahid Kapoor in Dehradoon

পরবর্তী ছবি 'জার্সি'-র শুটিংয়ের জন্য 20 সেপ্টেম্বর থেকে দেরাদুনে রয়েছেন শাহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুর । 30 সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

asd
asd

By

Published : Sep 24, 2020, 8:08 PM IST

দেরাদুন : পরবর্তী ছবি 'জার্সি'-র জন্য এখন দেরাদুনে রয়েছেন শাহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুর । শুটিংয়ের জন্য ছবির গোটা টিম উপস্থিত রয়েছে সেখানে ।

সূত্রের খবর, 20 সেপ্টেম্বর থেকেই দেরাদুনে রয়েছেন শাহিদ । সেখানে বিষট গাঁও রিসর্টে আপাতত রয়েছেন তিনি । তবে এটাই প্রথমবার নয়, এর আগেও শাহিদের একাধিক ছবির শুটিং হয়েছে উত্তরাখণ্ডে । তার মধ্যে 'বাত্তি গুল মিটার চালু' ও 'কবির সিং' অন্যতম ।

30 সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছে দা ইমপ্রেশনস গ্রুপের মায়াঙ্ক তিওয়ারি । দা ইমপ্রেশনস গ্রুপই এই ছবির লাইন প্রডিউসার । এ প্রসঙ্গে টেলিফোনে ETV ভারতকে মায়াঙ্ক বলেন, "দেরাদুন ও মুসৌরির বিভিন্ন জায়গায় 10 অক্টোবর পর্যন্ত এই ছবির শুটিং চলবে ।"

এটি আসলে তেলুগু ছবি 'জার্সি'-র হিন্দি রিমেক । এখানে অর্জুন রায়চাঁদ নামে এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । যার ক্রিকেটের ক্যারিয়ার একেবারেই ব্যর্থ । তবে 30 বছর বয়সে ছেলের ইচ্ছাপূরণের জন্য সে ভারতের জন্য খেলবে বলে ঠিক করে । আর এই ছবিতে শাহিদের মেন্টরের ভূমিকায় দেখা যাবে পঙ্কজ কাপুরকে । ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নাউরি ।

ABOUT THE AUTHOR

...view details