পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"শাহরুখ অসহ্য রকমের পজ়েসিভ হয়ে উঠেছিল", বিরক্ত গৌরি

শাহরুখ খান আর গৌরি খানের দাম্পত্য জীবন যে কোনও কাপলের কাছে আদর্শ উদাহরণ । তাঁদের প্রায় তিন দশকের বিবাহিত জীবন । তবে পুরো সময়টা কি রূপকথার মতো হয় ? না বোধহয় । পুরোনো এক সাক্ষাৎকারে গৌরিকে বলতে শোনা গেছিল যে, শাহরুখ অসহ্য রকমের পজ়েসিভ হয়ে ওঠেছিলেন এক সময় । আর সেটা একেবারেই নিতে পারতেন না গৌরি ।

Shah Rukh Khan was too much possessive over Gauri Khan
Shah Rukh Khan was too much possessive over Gauri Khan

By

Published : Mar 26, 2020, 11:45 AM IST

মুম্বই : একটা সম্পর্ক দিনের পর দিন একরকম থাকতে পারে না । ওঠাপড়া লেগেই থাকে । শাহরুখ আর গৌরির ক্ষেত্রেও প্রতিকূলতা এসেছে । তবে সেই সবে পাত্তা না দিয়ে তাঁরা এগিয়ে গেছেন একসঙ্গে আর এখন তো তিন সন্তানের বাবা-মা শাহরুখ আর গৌরি বলিউডের অন্যতম সফল দম্পতি ।

প্রতিকূলতার কথা যখন উঠল, তখন 1997 সালে গৌরির দেওয়া একটি সাক্ষাৎকারের কথা মনে আসে । সিমি গেরওয়ালের সঙ্গে সেই সাক্ষাৎকারে শাহরুখও ছিলেন । গার্লফ্রেন্ড গৌরির সঙ্গে কেমন ব্যবহার করতেন শাহরুখ ? এই প্রশ্নে গৌরি বলেন, "ও অসহ্য রকমের পজ়েসিভ হয়ে গেছিল একটা সময়ে । অসুস্থ হয়ে গেছিল মানসিকভাবে । আমায় সাদা শার্ট অবধি পরতে দিত না, কারণ ওর মনে হত যে ওটা স্বচ্ছ ।"

দুয়ে মিলে..

সেই সময় শাহরুখ আর গৌরির সম্পর্ক প্রকাশ্যে আসেননি । তাই গৌরিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি । শাহরুখ বলেন, "আমি ওকে জানতাম, কিন্তু আর কেউ তো জানতো না যে, আমি ওকে জানতাম । তাই একটা নিরাপত্তাহীনতায় ভুগতাম আমি । মহিলা হোক বা পুরুষ, আমার মনে হত যে সবাই ওকে দখল করে নেবে । তাই আমি কন্ট্রোল করতে চাইতাম । খুব নিচু মানসিকতার হয়ে গেছিলাম সেই সময়ে ।"

শাহরুখের এই পজ়েসিভনেসকে নিতে পারতেন না গৌরি । তাই বেশ কিছুদিনের জন্য তিনি তাঁকে ছেড়ে দেন । শাহরুখ বুঝতে পারেন, নিজেকে শুধরে নেন । তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি দম্পতিকে ।

ABOUT THE AUTHOR

...view details