মুম্বই : একটা সম্পর্ক দিনের পর দিন একরকম থাকতে পারে না । ওঠাপড়া লেগেই থাকে । শাহরুখ আর গৌরির ক্ষেত্রেও প্রতিকূলতা এসেছে । তবে সেই সবে পাত্তা না দিয়ে তাঁরা এগিয়ে গেছেন একসঙ্গে আর এখন তো তিন সন্তানের বাবা-মা শাহরুখ আর গৌরি বলিউডের অন্যতম সফল দম্পতি ।
প্রতিকূলতার কথা যখন উঠল, তখন 1997 সালে গৌরির দেওয়া একটি সাক্ষাৎকারের কথা মনে আসে । সিমি গেরওয়ালের সঙ্গে সেই সাক্ষাৎকারে শাহরুখও ছিলেন । গার্লফ্রেন্ড গৌরির সঙ্গে কেমন ব্যবহার করতেন শাহরুখ ? এই প্রশ্নে গৌরি বলেন, "ও অসহ্য রকমের পজ়েসিভ হয়ে গেছিল একটা সময়ে । অসুস্থ হয়ে গেছিল মানসিকভাবে । আমায় সাদা শার্ট অবধি পরতে দিত না, কারণ ওর মনে হত যে ওটা স্বচ্ছ ।"