পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হুডিতে মুখ ঢেকে মুম্বইয়ের রাস্তায় শাহরুখ - পাঠান

গতকাল সকালে প্রাইভেট বোটে করে আলিবাগের ফার্মহাউজ়ে যান শাহরুখ । বোটে ওঠার সময় পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর ছবি ।

sdf
dfasdf

By

Published : Nov 25, 2020, 10:43 AM IST

মুম্বই : পরনে সবুজ রঙের হুডি, সাদা টি শার্ট, নীল রঙের ট্র্যাক প্যান্ট আর চোখে সানগ্লাস ও মুখে কালো মাস্ক । সম্প্রতি এই লুকেই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দেখা গেল শাহরুখ খানকে । যদিও সেভাবে তাঁর মুখ দেখতে পাওয়া যায়নি । হুডির আড়ালে আপকামিং ছবি 'পাঠান'-এর লুক লুকিয়ে রেখেছিলেন বলে অনুমান অনুরাগীদের ।

গতকাল এভাবেই প্রাইভেট বোটের করে আলিবাগের ফার্মহাউজ়ে যান শাহরুখ । বোটে ওঠার সময়ই পাপারাৎজ়িদের ক্যামেরা বন্দী হয় তাঁর এই লুক । যদিও ক্যামেরায় পোজ় দেননি কিং খান । বরং ক্যামেরাকে কিছুটা আড়াল করে হুডিতে মুখ ঢেকে বোটে উঠতে দেখা গিয়েছে তাঁকে ।

গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে শাহরুখ

শোনা গিয়েছে, 'পাঠান' ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকে । আন্ধেরিতে যশ রাজ স্টুডিয়োর মধ্যে ছবির শুটিং চলছে । আর এর জন্য বিশাল সেটও তৈরি করা হয়েছে ।

আরও শোনা গিয়েছে, শাহরুখের সঙ্গে 20 দিনের জন্য শুটিং করবেন দীপিকা । ডিসেম্বরের শেষের দিকেই তাঁর অংশের শুটিং শেষ হবে বলে মনে করা হচ্ছে । এর আগে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে গোয়াতে শকুন বত্রার একটি ছবির শুটিং করছিলেন দীপিকা ।

শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দীপিকা । 'ওম শান্তি ওম', 'হ্যাপি নিউ ইয়ার' ও 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । অন্যদিকে জনের সঙ্গে 'দেসি বয়েজ়' ও 'রেস 2'-তে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি ।

সূত্রের খবর, 'পাঠান' ছাড়া রাজকুমার হিরানির একটি ছবি রয়েছে শাহরুখের হাতে । এছাড়া দক্ষিণী ছবি নির্মাতা আটলির অ্যাকশন ছবিতেও দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details