মুম্বই : দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখ খানের জুটি কোনওদিন ফ্লপ হয়নি । সেই 'ওম শান্তি ওম' দিয়ে পথচলা শুরু । তারপর 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'..ছবি দুটি সমালোচিত হলেও বক্স অফিসে দারুণ ফল করে । তাই কি নিজের কামব্যাকের জন্য দীপিকাকেই বেছে নিলেন শাহরুখ ?
শোনা যাচ্ছে তামিল ফিল্ম ডিরেক্টর আটলির 'সঙ্কি' ছবিতে দীপিকার সঙ্গে দেখা যাবে শাহরুখকে । দীপিকার নাকি দারুণ পছন্দ হয়েছে স্ক্রিপ্টটা । কমার্শিয়াল এন্টারটেইনমেন্ট ফিল্ম হিসেবে সবরকমের মশলা রয়েছে ছবিতে, জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে ।