পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুম্বইকে পরিষ্কার রাখার জন্য 'স্বচ্ছতা ওয়ারিয়র্স'-এর সদস্যদের ধন্যবাদ শাহরুখের - shah rukh thanks Swachhata Warriors

শহর পরিষ্কার রাখার জন্য ও মুম্বইবাসী যাতে ভালো থাকেন তার জন্য প্রায় 46 হাজার 'স্বচ্ছতা ওয়ারিয়র্স' প্রতিদিন কাজ করে চলেছেন । সেই কারণেই 'স্বচ্ছতা ওয়ারিয়র্স'-এর সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন শাহরুখ ।

f
fg

By

Published : Dec 28, 2019, 5:08 PM IST

মুম্বই : মুম্বই শহর পরিষ্কার রাখার জন্য 'স্বচ্ছতা ওয়ারিয়র্স'-এর সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান । বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)-এর তরফে একটি ভিডিয়ো তৈরি করা হয় । সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন কিং খান । ক্যাপশনে লেখেন, "শহর পরিষ্কার রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ।"

শাহরুখের শেয়ার করা ওই ভিডিয়োতে পৌরনিগমের এক সাফাইকর্মীর কাহিনি তুলে ধরা হয়েছে । দেখানো হয়েছে, যে শহর পরিষ্কার রাখতে সকাল থেকে রাত পর্যন্ত তিনি কাজ করে চলেছেন । উৎসবের দিন সবাই বাজি পুড়িয়ে আনন্দ করছে । আর বাজির খোলে নোংরা হচ্ছ রাস্তা । উৎসব শেষেই সে সব নোংরা পরিষ্কার করতে নেমে পড়েন ওই সাফাইকর্মী । গোটা ভিডিয়োতে এক শিশুর ভয়েজ় ওভার রয়েছে । ভিডিয়োর শেষে দেখা যায় যে ওই শিশু সাফাইকর্মীর সন্তান । আসলে শহর পরিষ্কার রাখতে যেভাবে সাফাইকর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলেন সেটাই তুলে ধরা হয়েছে এই ভিডিয়োতে ।

আর শহর পরিষ্কার রাখার জন্য ও মুম্বইবাসী যাতে ভালো থাকেন তার জন্য প্রায় 46 হাজার 'স্বচ্ছতা ওয়ারিয়র' প্রতিদিন কাজ করে চলেছেন । সেই কারণেই 'স্বচ্ছতা ওয়ারিয়র্স'-এর সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন শাহরুখ ।

কাজের দিক থেকে এক বছর ধরে কোনও ছবিতে দেখা যায়নি শাহরুখকে । গত বছর শেষবার 'জ়িরো' ছবিতে অভিনয় করেন তিনি । তারপর এক বছর ধরে আর নতুন কোও প্রোজেক্টেও হাত দেননি । তবে সম্প্রতি শোনা গেছে যে একটি নতুন ছবিতে কাজ করতে চলেছেন তিনি । পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের ছবিতে কাজ করতে চলেছেন । এটি একটি অ্যাকশন কমেডি ।

ABOUT THE AUTHOR

...view details