মুম্বই : শাহরুখ খানের অন্যতম সেরা সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। 1995 সালের 20 অক্টোবর মুক্তি পায় ছবিটি । এবার 25 বছরে পা দেবে এই ছবি । এই ছবিতে এমন অনেক দৃশ্য ও সংলাপ রয়েছে যা স্ক্রিপ্টে কোথাও বলা হয়নি । শুটিংয়ের সময় সেগুলি যোগ করেছিলেন অভিনেতারা । সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজ়িনকে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা বলেন কিং খান ।
ছবিতে কাজল, অমরিশ পুরি, অনুপম খেরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ । একটি দৃশ্যে অমরিশ পুরির সঙ্গে সরষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পায়রাদের খাবার দিতে দেখা গিয়েছিল তাঁকে । ওই দৃশ্য প্রসঙ্গে সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, "খুব মজার দৃশ্য ছিল । আমরা পায়রাদের খাওয়ানোর সময় 'আও, আও' বলে ডাকছিলাম । এটা আসলে স্ক্রিপ্টে ছিল না । দিল্লিতে পায়রাদের এভাবে ডাকা হত । সেই কারণে আমি এটা যোগ করে দিয়েছিলাম । এমনকী, একটি দৃশ্যে কাজলকে ফুলের মধ্যে করে মুখে জল ছেটানো হয়েছিল । এই সম্পর্কেও কাজল জানত না । সেটাও খুব স্বাভাবিক ছিল ।"