পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কীভাবে তৈরি হয়েছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র এই দৃশ্য ? - Shah Rukh ddlj

এবার 25 বছরে পা দেবে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। এি ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যার সংলাপ স্ক্রিপ্টে লেখা ছিল না । শুটিংয়ের সময় সেগুলি যোগ করেছিলেন অভিনেতারা । সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজ়িনকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই ছবির তেমন কয়েকটি দৃশ্যের কথা উল্লেখ করেন শাহরুখ ।

sdf
sdf

By

Published : Oct 8, 2020, 12:15 PM IST

মুম্বই : শাহরুখ খানের অন্যতম সেরা সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। 1995 সালের 20 অক্টোবর মুক্তি পায় ছবিটি । এবার 25 বছরে পা দেবে এই ছবি । এই ছবিতে এমন অনেক দৃশ্য ও সংলাপ রয়েছে যা স্ক্রিপ্টে কোথাও বলা হয়নি । শুটিংয়ের সময় সেগুলি যোগ করেছিলেন অভিনেতারা । সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজ়িনকে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা বলেন কিং খান ।

ছবিতে কাজল, অমরিশ পুরি, অনুপম খেরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ । একটি দৃশ্যে অমরিশ পুরির সঙ্গে সরষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পায়রাদের খাবার দিতে দেখা গিয়েছিল তাঁকে । ওই দৃশ্য প্রসঙ্গে সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, "খুব মজার দৃশ্য ছিল । আমরা পায়রাদের খাওয়ানোর সময় 'আও, আও' বলে ডাকছিলাম । এটা আসলে স্ক্রিপ্টে ছিল না । দিল্লিতে পায়রাদের এভাবে ডাকা হত । সেই কারণে আমি এটা যোগ করে দিয়েছিলাম । এমনকী, একটি দৃশ্যে কাজলকে ফুলের মধ্যে করে মুখে জল ছেটানো হয়েছিল । এই সম্পর্কেও কাজল জানত না । সেটাও খুব স্বাভাবিক ছিল ।"

ছবিতে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম । ছবির একটি দৃশ্যে রাজ (শাহরুখের চরিত্রের নাম) তার বাবাকে জানায় যে সে পরীক্ষায় পাশ করতে পারেনি । এই দৃশ্য প্রসঙ্গে অনুপম বলেন, "ওই দৃশ্যে আমাদের একসঙ্গে হাত তালি দিতে দেখা গিয়েছিল, আর তার সঙ্গে আমি যে কথাগুলি বলছিলাম তা শুটিংয়ের সময়ই ঠিক করেছিলাম । স্ক্রিপ্টে লেখা ছিল না ।"

বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এই ছবি । 1995 সালের সবথেকে বেশি সাফল্য পাওয়া ভারতীয় ছবি ছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। পাশাপাশি দর্শকদের মন জিতে নিয়েছিল শাহরুখ-কাজল জুটি ।

ABOUT THE AUTHOR

...view details