পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের নামে ছড়ানো গুজব নিয়ে মুখ খুললেন কিং খান - mumbai

বড় পরদায় কিং খানের অনুপস্থিতি নিয়ে অনেক গুজব ছড়িয়েছে । সেই গুজব নিয়ে টুইট করলেন শাহরুখ । জানালেন, তিনি যে এত ছবিতে সাইন করেছেন নিজেই জানতেন না ।

শাহরুখ

By

Published : Sep 8, 2019, 6:54 PM IST

মুম্বই : 2018 সালে 'জ়িরো' করার পর থেকে আরও কোনও ছবিতে অভিনয় করেননি শাহরুখ খান । বড় পরদায় কিং খানের এই অনুপস্থিতি নিয়ে অনেক গুজব ছড়িয়েছে ।

খবর ছড়িয়েছিল যে, সঞ্জয়লীলা বনশালীর 'ইনশাল্লাহ' ছবিতে সলমন খানের জায়গায় শাহরুখ খান অভিনয় করবেন । সবচেয়ে বড় গুজব ছড়িয়েছিল যে, তিনি পরিচালক আলি আব্বাস জাফরের পরবর্তী প্রজেক্টের অংশ হতে চলেছেন ।

এই সমস্ত জল্পনার প্রতিক্রিয়ায় শাহরুখ আজ একটি টুইট করেন । তিনি লেখেন, "আমার অনুপস্থিতিতে, আমার পিছনে হওয়া কথাগুলি জেনে ভালো লাগে । আমি যে গোপনীয়তার সঙ্গে এতগুলো ছবিতে সাইন করেছি তা আমি নিজেই জানি না ।"

তিনি আরও লেখেন, "সবাই শুনুন, আমি যখন কোনও ছবি করি তখন আমি নিজেই জানাই যে আমি এটা করছি..."

শাহরুখ বর্তমানে কোনও ছবিতে অভিনয় করছেন না । কিন্তু প্রযোজক হিসেবে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন । তাঁর প্রযোজনায় ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড' খুব তাড়াতাড়ি দর্শকের সামনে আসতে চলেছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details