মুম্বই : লন্ডনের লেইসেস্টার স্কোয়ার এলাকায় 'সিনস ইন দ্য স্কোয়ার'-এ স্থাপন করা হবে শাহরুখ খান আর কাজলের মূর্তি । কারণ ? কারণ তাঁদের ল্যান্ডমার্ক ছবি DDLJ পুরো 25 বছর পূর্ণ করতে চলেছে আগামীকাল অর্থাৎ 20 অক্টোবর । আর লন্ডনের ওই জায়গায় ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে ।
লন্ডনের হার্ট অফ বিজ়নেস অ্যালায়েন্সের ডিরেক্টর অফ ডেস্টিনেশন মার্কেটিং মার্ক উইলিয়ামস জানিয়েছেন, "আন্তর্জাতিক সিনেমার এমন দুই তারকাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে দারুণ লাগছে । লন্ডনের লেইসেস্টার স্কোয়ার যে একটা ফিল্ম লোকেশন হতে পারে, সেটা প্রথম দেখিয়েছিল DDLJ । এই মূর্তি ওঁদের কাছে আমাদের শ্রর্দ্ধার্ঘ্য ।"