পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এক বছর পর ফের বড় পরদায় শাহরুখ - Shah Rukh Khan next film

ফের অনস্ক্রিনে ফিরছেন শাহরুখ খান । প্রায় এক বছর পর কোনও ছবিতে কাজ করতে চলেছেন তিনি । পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের ছবিতে অভিনয় করবেন ।

zdf
dg

By

Published : Dec 3, 2019, 7:49 PM IST

মুম্বই : অনেক দিন ধরেই বড় পরদায় দেখা যায়নি শাহরুখ খানকে । প্রায় এক বছর ধরে কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি তিনি । তবে এবার ফের বড় পদরদায় ফিরছেন কিং খান । শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের পরবর্তী ছবিতে কাজ করবেন তিনি । সেটি একটি কমিক-অ্যাকশন থ্রিলার ।

সূত্রের খবর, রাজ ও ডিকের স্ক্রিপ্টটি ভালো লাগে শাহরুখের । তারপরই ছবিতে সই করেন তিনি । সম্ভবত 2020 সালে শুরু হবে ছবির শুটিং ।

'গো গোয়া গন' ও 'স্ত্রী'-র মতো ছবি পরিচালনা করেছেন রাজ ও ডিকে । এর আগে রাজ ও ডিকের কোনও ছবিতে কাজ করেননি শাহরুখ । আর এবার তাঁদের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি । সেই সিদ্ধান্তকে ভালো বলে জানিয়েছেন অনেকেই ।

ভারত ও বিদেশের বিভিন্ন জায়গায় ছবির শুটিং হবে বলে জানা গেছে । তবে এখনও স্ক্রিপ্টের কিছু কাজ বাকি রয়েছে । তারপরই শুটিং স্থানগুলি ঠিক করা হবে বলে জানানো হয়েছে । সব থেকে বড় বিষয় ছবিটি প্রযোজনা করতে পারেন শাখরুখ নিজেই ।

সব ঠিক থাকলে 2021-এ ছবিটি মুক্তি পাবে । এছাড়াও আরও একটি ছবিতে অভিনয় করতে পারেন শাহরুখ । তবে তা সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।

এর আগে শেষবার 'জ়িরো' ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে । তবে বক্স অফিসে ভালো ব্যবসা করেনি ছবিটি । তার আগেও কিং খানের একাধিক ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি । আর সেই কারণেই তিনি বড় পরদা থেকে দূরে ছিলেন বলে একটা গুঞ্জন শোনা গিয়েছিল । তবে সে প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, আসলে শুটিং করতে গিয়ে অনেক সময় তাঁদের চোট লাগে । সেই চোট সারানোর জন্য যতটা সময় তাঁদের প্রয়োজন তা তাঁরা পান না । তাই বেশ কিছুদিন সিনেমা থেকে ছুটি নিতে চেয়েছিলেন তিনি ।

সে যাই হোক না কেন শাহরুখের আপকামিং ছবির কথা শুনে এখন খুবই খুশি ফ্যানরা ।

ABOUT THE AUTHOR

...view details