মুম্বই : শাহরুখের কামব্যাক, তাও আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে । আজ অবধি শাহরুখ-দীপিকা জুটি বিফলে যায়নি । সব মিলিয়ে 'পাঠান' নিয়ে দর্শকের উত্তেজনা বাড়ছে দিন দিন ।
এরই মধ্যে শোনা গেল গত 24 ডিসেম্বর 'পাঠান'-এর প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে । প্রায় কুড়ি দিন ধরে চলল এই শিডিউলের শুটিং । তার মধ্যে প্রতিদিনই শাহরুখের শট ছিল । আর পাঁচদিন হল দীপিকা জয়েন করেছেন শুটিং ফ্লোরে । তবে জন আব্রাহামের শিডিউল এখনও শুরু হয়নি ।