পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এই সময়ে বয়স্ক মানুষদের পাশে দাঁড়ান", আবেদন শাবানার - শাবানা আজ়মির খবর

এই কঠিন সময়ে সিনিয়র সিটিজেন, যাঁরা কোরোনা ভাইরাসের সামনে সবচেয়ে বেশি দুর্বল, তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন শাবানা আজ়মি । এগিয়ে আসতে বললেন যুব সমাজকে ।

shabana azmi urges people to help senior citizens
shabana azmi urges people to help senior citizens

By

Published : Apr 21, 2020, 11:29 PM IST

মুম্বই : কোরোনার সামনে সবচেয়ে বেশি দুর্বল বয়স্ক মানুষরা । তাই তাঁদের খোঁজখবর নিয়ে প্রয়োজনে পাশে দাঁড়ানোর আবেদন জানালেন শাবানা আজ়মি ।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেত্রী । সেখানে তিনি বলছেন, "এখন যেন রোল রিভার্স হয়ে গেছে । বড়রা ছোটো হয়ে গেছে আর ছোটোরা বড় । আর সেটাই হওয়া উচিত, কারণ কোভিড বয়স্ক মানুষদের বেশি ক্ষতি করে ।"

তাই চারপাশের বয়স্ক মানুষদের একটু খোঁজ খবর নিতে বলেছেন শাবানা । একটু মেসেজ করা, কিছু লাগবে কিনা জানতে চাওয়া, কিছু প্রয়োজন হলে সাহায্যের হাত এগিয়ে দেওয়া, এটুকু তো আমরা করতেই পারি তাই না ? শুধুমাত্র বয়স্ক মানুষদের পাশে থাকাটাই বড় কথা নয়, তাঁদের প্রয়োজনে থাকাটাই আসল, মত শাবানার ।

শাবানা আর জাভেদ আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন । বয়স তো তাঁদেরও কম হয়নি । তাই সমস্ত নিয়ম মেনে বাড়ির মধ্যে নিরাপদে রয়েছেন দম্পতি । সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের কোয়ারেন্টাইন লাইফ । কোরোনা নিয়ে সতর্কতা তৈরি করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে ।

ABOUT THE AUTHOR

...view details