পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Shabana Azmi COVID positive: লতার পর এবার করোনার শিকার শাবানা আজমি - shabana azmi tests positive for covid 19

করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Veteran Actress Shabana Azmi tests positive for COVID 19)৷ আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি ৷

Shabana Azmi COVID positive
লতার পর এবার করোনার শিকার বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

By

Published : Feb 1, 2022, 9:48 AM IST

মুম্বই, 1 ফেব্রুয়ারি : বলিউডে আগেই থাবা বসিয়েছে করোনার তৃতীয় ঢেউ ৷ আক্রান্ত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর-সহ আরও অনেকেই ৷ এবার করোনার শিকার হলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Sabana Azmi have tested positive for COVID 19) ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মঙ্গলবারই একথা সকলকে জানিয়েছেন তিনি ৷

নিজের অসুস্থতার খবর সকলকে জানিয়ে তিনি লেখেন, "আজ কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে, আপাতত বাড়িতেই নিজেকে নিভৃতবাসে রেখেছি ৷ সকলকে অনুরোধ যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা পরীক্ষা করিয়ে নিন ৷" তাঁর এই খবর সামনে আসতেই আরোগ্য কামনার বার্তায় ভরে উঠেছে স্যোশাল মিডিয়া ৷ কলা কুশলীরাও সকলেই তাঁর দ্রুত আরোগ্য়ের কামনা করেছেন ৷ অভিনেত্রী দিব্যা দত্ত লিখেছেন, "দ্রুত সুস্থ হয়ে উঠুন শাবানাজি ৷" ডিজাইনার মনীশ মালহোত্রা লিখেছেন, "নিজের খেয়াল রাখুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন ৷ "

আরও পড়ুন:করোনামুক্ত সুরসম্রাজ্ঞী লতা, প্রয়োজন পড়ছে না ভেন্টিলেটরের

1974 সালে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন শাবানা ৷ পদ্মশ্রী, পদ্মভূষণ-সহ পেয়েছেন একাধিক সম্মাননা ৷ 120 টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে করণ জোহরের নতুন ছবি 'রকি অর রাণী কি প্রেম কাহানি' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গেই রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details