মুম্বই, 1 ফেব্রুয়ারি : বলিউডে আগেই থাবা বসিয়েছে করোনার তৃতীয় ঢেউ ৷ আক্রান্ত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর-সহ আরও অনেকেই ৷ এবার করোনার শিকার হলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Sabana Azmi have tested positive for COVID 19) ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মঙ্গলবারই একথা সকলকে জানিয়েছেন তিনি ৷
নিজের অসুস্থতার খবর সকলকে জানিয়ে তিনি লেখেন, "আজ কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে, আপাতত বাড়িতেই নিজেকে নিভৃতবাসে রেখেছি ৷ সকলকে অনুরোধ যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা পরীক্ষা করিয়ে নিন ৷" তাঁর এই খবর সামনে আসতেই আরোগ্য কামনার বার্তায় ভরে উঠেছে স্যোশাল মিডিয়া ৷ কলা কুশলীরাও সকলেই তাঁর দ্রুত আরোগ্য়ের কামনা করেছেন ৷ অভিনেত্রী দিব্যা দত্ত লিখেছেন, "দ্রুত সুস্থ হয়ে উঠুন শাবানাজি ৷" ডিজাইনার মনীশ মালহোত্রা লিখেছেন, "নিজের খেয়াল রাখুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন ৷ "