নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি :হিজাব সংক্রান্ত তাঁর বিতর্কিত মন্তব্য়ের জন্য এবার কঙ্গনা রানওয়াতকে একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi reacts to Kangana on Her Hijab Row Comment) ৷ বর্তমানে সারাদেশে হিজাব নিয়ে চলা বির্তকে বৃহস্পতিবারই মুখ খুলেছিলেন 'কুইন' কঙ্গনা ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লেখক আনন্দ রঙ্গনাথনের একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷" এবার এই নিয়েই মুখ খুললেন শাবানা ৷
উল্লেখ্য়, এই বিতর্কের সূত্রপাত হয়, প্রি ইউনিভার্সিটি সরকারি মহিলা কলেজে হিজাব পরিহিত এক ছাত্রীর কলেজে ঢোকার সময় ৷ তার দিকে প্রায় তেড়ে যেতে থেকে বেশ কিছু যুবক, তাদের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি আর গলায় গেরুয়া উত্তরীয় ৷ তারপর এই ঘটনা আরও তীব্র আকার ধারণ করে ৷ কর্নাটক সরকার 5 ফেব্রুয়ারি নির্দেশ দেয়, এই ধরণের পোশাক ব্যান করার ৷ সারা দেশে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ৷ আপাতত বিষয়টি আদালতের বিচারাধীন ৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শাবানা ৷ টুইটারে কঙ্গনার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, "ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন ৷ কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র আর আমি শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল!!"