মুম্বই : 18 জানুয়ারি মুম্বই-পুনে হাইওয়েতে এক মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন শাবানা আজ়মি । তাঁর SUV-তে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক । তবে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শাবানা । সোশাল মিডিয়ায় পোস্টও করলেন অভিনেত্রী ।
শাবানা লিখেছেন, "আমার জন্য প্রার্থনা করেছেন আপনারা, তার জন্য সবাইকে ধন্যবাদ । আমি বাড়ি ফিরে এসেছি ।" কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ছিলেন শাবানা । সেটা মনে করে তিনি লিখেছেন, "টিনা আম্বানি ও কোকিলাবেন আম্বানি হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ধন্যবাদ এভাবে আমার যত্ন নেওয়ার জন্য । এই ঋণ কোনওদিন শোধ হবে না, আমি কৃতজ্ঞ ।"