মুম্বই ,30 মার্চ : জোর কদমে চলছে শাবাশ মিঠু ছবির শুটিং ৷ নিজের সবটুকু ঢেলে দিয়ে শাবাশি পেতে চান বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ৷ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই একের পর এক শুটিংয়ের ছবি শেয়ার করে চলেছেন তিনি ৷
যা নিঃসন্দেহে আগ্রহ বাড়িয়ে তুলছে দর্শকদের মনে ৷ আর তাপসীও তাঁর কঠিন পরিশ্রম সকলের সামনে আনার কোনও সুযোগ হাত ছাড়া করতে ত্রুটিও রাখছেন না ৷ এবার তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর শুটিংয়ের আরেকটি ফটো ৷ যেখানে অভিনেত্রীকে দেখা গেল মাথায় হেলমেট, পায়ে নি-ক্যাপ ও হাতে ব্যাট নিয়ে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিতে ৷