মুম্বই : গতকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর গোয়া থেকে মুম্বই ফিরেছেন দীপিকা পাড়ুকোন । তাঁকে আনতে গোয়া গেছিলেন রণবীর সিং । মুম্বই এয়ারপোর্টে কিছু মুহূর্তের জন্য ক্যামেরাবন্দী করা যায় দম্পতিকে । সেখান থেকে সটান তাঁরা পৌঁছান 'বিউমন্ড টাওয়ার্স'-এ ।
প্রভাদেবীর এই বিলাসবহুল আবাসনে দীপিকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে । আজ সকাল থেকে আবাসনের সামনে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর । মুম্বই পুলিশের এক অফিশিয়াল জানিয়েছেন যে, এটা কেবলমাত্র একটি সতর্কতামূলক ব্যবস্থা ।