মুম্বই, 22 জানুয়ারি : সোশ্যাল মিডিয়ায় নিজের বিতর্কিত মন্তব্যের সকলের কাছেই কমবেশি পরিচিত কঙ্গনা রানাওয়াত ৷ তাঁর এই মন্তব্যের জেরেই তাঁকে ব্যান করা হয় টুইটার থেকেও ৷ এমনকি সুপ্রিম কোর্টের কাছেও আবেদন জানানো হয়েছিল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি সেন্সর করার অনুমতি দেওয়ার জন্য ৷ কিন্তু এবিষয়ে এবার কঙ্গনার পাশেই দাঁড়াল আদালত ৷ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ এই আবেদনটি খারিজ করে দেয় ( Supreme Court refused to entertain a plea filed against Kangana Ranaut)৷
কঙ্গনার বিরুদ্ধে আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন আইনজীবী চরণজিত সিং চন্দ্রপাল ৷ যিনি একইসঙ্গে অভিনেত্রীর বিরুদ্ধে থাকা সমস্ত এফআইআর মুম্বইয়ের খার থানায় স্থানান্তর করারও নির্দেশনাও চেয়েছিলেন ৷ চরণজিত বলেছিলেন, " তাঁর মন্তব্যগুলি শুধু যে আপত্তিকর এবং নিন্দনীয় তাই নয়, তা দাঙ্গারও কারণ হয়ে উঠতে পারে ৷" তাঁর আবেদনে তিনি স্পষ্ট উল্লেখ করেন যে, কঙ্গনার বেশ কিছু মন্তব্য শিখদের দেশবিরোধী বলে চিহ্নিত করার চেষ্টা করছে ৷ নির্দোষ শিখদের মৃত্য়ু সঠিক বলে দর্শানোর চেষ্টা করে, তাঁর মন্তব্য আমাদের জাতীয় ঐক্যের বিরোধী, যা কোনও অজুহাতেই পাশে সরিয়ে রাখা যায় না ৷