পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মোদির বায়োপিক নিয়ে EC-র সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, জানাল সুপ্রিম কোর্ট

কোনওভাবেই নির্বাচন চলাকালীন মুক্তি পাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদরি বায়োপিক। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

ফাইল ফোটো

By

Published : Apr 26, 2019, 12:37 PM IST

নয়াদিল্লি : লোকসভা নির্বাচন চলাকালীন মুক্তি পাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

লোকসভা নির্বাচন শুরুর ঠিক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকটি। তবে কংগ্রেসের তরফে ছবিটি নিয়ে একাধিক অভিযোগ আসে। তাঁদের অভিযোগ ছিল, ছবিটি 'মডেল কোড অফ কন্ডাক্ট'-কে লঘ্ঙন করছে। তাছাড়া মোদির ছবিটি একটি প্রোপাগ্যান্ড হিসেবে আসছে। এরপরই নির্বাচন কমিশন নির্দেশ দেয়, নির্বাচন চলাকালীন কোনওভাবেই মুক্তি সম্ভব নয় ছবিটির।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন ছবির নির্মাতারা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চে চলে শুনানি। তারাই জানায় নির্বাচন কমিশন ছবিটি দেখে তাঁদের রিপোর্ট জমা দিতে বলা হয়। রিপোর্টে কমিশন জানায় যে ছবিটি বায়োপিক নয়, বরং রাজনৈতিক উদ্দেশেই তৈরি।

এরপর আজ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, তাঁরা কোনওভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না।

ABOUT THE AUTHOR

...view details