নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিককে নিষিদ্ধ করা উচিত কি না তা সিদ্ধান্ত নিতে ছবিটি দেখুক নির্বাচন কমিশন। আজ মোদির বায়োপিকের নির্মাতাদের দায়ের করা পিটিশনের শুনানিতে এই কথায় বলল সুপ্রিম কোর্ট। আগামী ২২ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশনকে তাদের মতামতটি জানাতে বলা হয়েছে।
গতসপ্তাহে নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়, লোকসভা নির্বাচন চলাকালীন মুক্তি পাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। তাঁদের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে ছবির নির্মাতারা। আজ সেই শুনানিতেই সুপ্রমি কোর্ট নির্বাচন কমিশনের কোর্টে রীতিমতো বল দিয়ে দেয়। অর্থাৎ, এবার কমিশন সিদ্ধান্ত নেবে যে মোদির বায়োপিক আদৌ মুক্তি পাবে কি না।