মুম্বই : জুলাইয়ের শেষের দিকে কোরোনায় আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ । এখন কোরোনা মুক্ত । হাসপাতাল থেকে ফিরে আপাতত হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ।
জুলাইয়ের মাঝের দিকে জ্বর হচ্ছিল সতীশের । ওষুধ খেয়ে সেই জ্বর ঠিক কমানোর চেষ্টা করছিলেন তিনি । তারপর সন্দেহ হওয়ায় কোরোনা পরীক্ষা করান । তখনই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর এক মুহূর্তও দেরি না করে 20 জুলাই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভরতি হন তিনি । সেখানেই চিকিৎসাধীন ছিলেন 68 বছর বয়সি এই অভিনেতা । চিকিৎসাধীন অবস্থাতেও তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । রিপোর্ট নেগেটিভ এলে 28 জুলাই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । এখন আপাতত হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ।