মুম্বই : যোগ্যতার কদর শুধু সময়ের অপেক্ষা । যোগ্যতা থাকলে কোনও সীমানার বেড়া থাকে না । তাই শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, জিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা ন্যাশনাল লেভেলেও নজর কাড়ছেন । সম্প্রতি শাশ্বতর টুপিতে সোনার পালক জুড়ল ।
বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের 'দো বারা' ছবিতে অভিনয় করছেন শাশ্বত । ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গেছেন তিনি । আর হোটেল রুমে ঢুকেই সারপ্রাইজ় । উপহার ভরতি একটি ঝুড়ি বসানো শাশ্বতর ঘরে ।